Fees Structure – Bharat Tirtha Vidyalaya | Affordable Primary School Fees in Sonarpur
২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি থেকে ৫ম শ্রেণি ভর্তি ও বিভিন্ন ফি:
ফরমের বিবরণ মূল্য
ভর্তি ফরমের মূল্য ৫০/-
প্রতিটি অতিরিক্ত জিনিসের জন্য ৫০/-
মাসিক বেতন (নার্সারি থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত) ৫০০/-
বিলম্বিত ফি (লেট ফাইন) প্রতি মাসের জন্য ৫০/-
ভর্তি ফি (১০০০×৩) ৩০০০/-
ট্রান্সফার সার্টিফিকেট ১০০/-
ভর্তি ফি = ভর্তি + সেশন + ইলেকট্রিক + পরীক্ষা + খেলাধুলা + উন্নয়ন + সাংস্কৃতিক (কম্পিউটার ক্লাস-১ থেকে ক্লাস-৫) এবং
*হোম ওয়ার্ক বই - ক্লাস-নার্সারি থেকে কেজি-২* মূল্য সহ
বিদ্যালয়ের পঠন-পাঠনের সময় :
স্কুলের বিভাগ স্কুলের সময়
প্রাত বিভাগ (সকাল) সকাল ০৮.০০টা থেকে ১১:১০টা
দিবা বিভাগ (আফটার নুন) সকাল ১১:১০টা থেকে ০৪:০০টা
নার্সারি, কে.জী.-১ এর ৩টি ও কি.জী.-২ এর ২টি করে খাতা বিদ্যালয় থেকে দেওয়া হয়।
ভর্তির সময় সঙ্গে দিতে হবে :
১. শিশুর স্পষ্ট ছবি ১ কপি ও বিদ্যালয়ের ইউনিফর্ম পরিহিত ৩ কপি ছবি।
২. বাবা ও মায়ের ২ কপি (যৌথ ছবি) ছবি। ৩. দাদু , দিদা, ড্রাইভার বা অন্য এসকর্ট কারী যে কোনো ২ জনের ছবি।
ওপরের সব ছবি অবশ্যয় রঙিন ও স্ট্যাম্প সাইজের দিতে হবে।
৪. শিশুর জন্ম সার্টিফিকেট ও (আঁধার কার্ড থাকলে ) ফটো কপি। ৫. বাবা, মায়ের বা বৈধ অভিভাবকের আঁধার বা পরিচয় পত্রের ফটোকপি।
অন্যান্য নিয়মাবলী :

১. বিদ্যালয়ের পরিকাঠামো, পরিচালনা , পাঠ্যক্রম, পার্থনা, জাতীয় সংগীত, ইউনিফর্ম এবং বিদ্যালয়ের পরিচালনার আইন-কানুন জানিবেন ও মাণিআ চলিতে বাধ্য থাকিবেন তবেই শিশুকেই ভর্তি করবেন। উন্নত পরিষেবা দেওয়ার প্রয়াস বিদ্যালয়ের পক্ষ থেকে অব্যহত থাকবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিশু-বিকাশের জন্য সকলের সাহায্য প্রার্থনা করি।

২. বিদ্যালয় শুরুর ১৫ মিনিট আগে শিশুকে বিদ্যালয় অবশ্যই আসতে হবে এবং ছুটির ১৫ মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে। অসুস্থ অবস্থায় কোনো শিশুকে বিদ্যালয় পাঠাবেন না।

৩. প্রার্থনা ও জাতীয় সংগীত ১০ মিনিট পরে কোনো শিশুকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশেষ কোনো ছাড় ছাড়া শিশুকে ছুটি দেওয়া হবে না।

৪. পোশাক -পরিচ্ছদ পরিছন্ন , ব্যাজ , জুতো , আইকার্ড যথাযথ পরিহিত না হলে প্রার্থনা এবং পিটি ক্লাসে অংশ গ্রহণ করতে দেয়া হবে না।

৫. শিশু অস্বাভাবিক আচরণ যুক্ত হলে সংশ্লিষ্ট অভিবাবকের সঙ্গে আলোচনা করে অথবা বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অথবা বিদ্যালয় থেকে বহিস্কার করা হতে পারে।

৬. বিদ্যালয়ের পালনীয় সকল অনুষ্ঠান গুলিতে শিশুকে অবশই বিদ্যালয়ে আসতে হবে। নতুবা বিশেষ নম্বর বা গ্রেড দেওয়া হবে না।

৭. ক) নার্সারী, কেজি ১ ও কেজি ২ এর ৩টি করে বাড়ির কাজের খাতার অবশই বিদ্যালয় থেকে দেয়া হবে। খ) নির্ধারিত বই ও খাতা অবশই বিদ্যালয় থেকে নিতে হবে (বাধ্যতা মূলক)। বই ও খাতার মূল্য আলাদা। শ্রেণী অনুযায়ী ৭০০/- থেকে ৩৫০০/- হতে পারে।

৮. কম্পিউটার ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শেখানো হয়।

৯. গ্রীষকালীন পোশাক (নার্সারি থেকে পঞ্চম শ্রেণী ) ছেলেদের স্কাই ব্লু শার্ট ও নেভি ব্লু প্যান্ট। শীতকালীন পোশাক নেভি ব্লু নকশাহীন সোয়েটার ও ফুল প্যান্ট।

১০. অভিভাবকগণ অবশই জানুয়ারী মাসের ১৫ তারিখের মধ্যে শিশুদের পোশাক তৈরী করেন।

১১. প্রতি মাসের বেতন সেই মাসের ১০ তারিকের মধ্যে দিতে হবে। নতুবা প্রতি মাসে বিলম্বের জন্য ৫০/- টাকা হারে ফাইন দিতে হবে।

১২. অগাস্ট মাসের বেতন পরীক্ষার পূর্বে অবশই প্রদান করিয়া এডমিট কার্ড সংগ্রহ করতে হবে , অন্যথা বাৎসরিক পরীক্ষায় বসিতে দেওয়া হবে না।

১৩. ডিসেম্বর মাসের বেতন নভেম্বর মাসের বাৎসরিক পরীক্ষার পূর্বে অবশই প্রদান করিয়া এডমিন কার্ড কার্ড সংগ্রহ করতে হবে, অন্যথা বাৎসরিক পরীক্ষায় বসিতে দেওয়া হবে না।

১৪. অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার পূর্বে বিদ্যালয়ের প্রাপ্য ফি পরিশোধ না করলে অর্ধবার্ষিক / বাৎসরিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

১৫. অভিভাবকগণ মাসে একবার তাঁহাদের শিশুর পঠন -পাঠন বিষয়ে বিদ্যালয়ে আসিয়া অবগত হবেন এবং মতামত জানাবেন।